Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় দাবানলে ১০০০ বাড়ি পুড়ে ছাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১০:৪০ এএম

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ভয়াবহ দাবানলে অন্তত এক হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া দাবানল থেকে বাঁচাতে জরুরিভিত্তিতে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, কলোরাডোতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার গভর্নর। স্থানীয় সময় বৃহস্পতিবার লুইসভিল এবং সুপিরিয়র শহরের প্রায় ৩০ হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর জ্যারেড পোলিস। দ্রুত ছড়িয়ে পড়তে থাকা আগুনে ডেনভারের উত্তরের বোল্ডার কাউন্টি পুড়ে গেছে।
কলোরাডোর পূর্ববর্তী দাবানলগুলো গ্রামীণ এলাকায় থাকলেও, এবারের দাবানল রাজ্যের শহরতলির অংশে জ্বলছে। তবে, ওই এলাকার দুটি বড় হাসপাতালের কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি।

সরকারি কর্মকর্তাদের শঙ্কা, আগুন আরো বাড়তে থাকার কারণে সেখানে হতাহত হওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। কলোরাডো বরাবরই শুকনো অঞ্চল। ঘণ্টায় ১০৫ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস আগুন আরো বাড়িয়ে দিচ্ছে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ