বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চুয়াডাঙ্গার দর্শনায় স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের অভিযোগ তুলে থানায় অভিযোগ দিয়েছেন প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অর্ন্তগত মদনা গ্রামে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে স্বামী পরিত্যক্তা ওই নারী ধর্ষণের অভিযোগ তুলে দর্শনা থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের আখ সেন্টার-সংলগ্ন স্কুলপাড়ার কাতার প্রবাসী ইস্রাইল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম মিরাজ (২৩) একই এলাকার প্রতিবেশী দিনমুজুরের মেয়ে স্বামী পরিত্যক্তা কন্যার (২২) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
একপর্যায়ে প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়াই। যা চলতে থাকে দীর্ঘদিন। এরই মধ্যে মাসখানেক আগে একবার ও গত বুধবার রাতে তারা অনৈতিক সম্পর্ক স্থাপনকালে স্থানীয় জনতাসহ পরিবারের হাতে আটকও হন। এরপর থেকেই এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হলে প্রেমিক মিরাজ স্বামী পরিত্যক্তা ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনার পর উভয়পক্ষকে ডেকে গ্রাম্য মাতুব্বররা বিষয়টির সমাধানের চেষ্টা করে ব্যর্থ হলে ভুক্তভোগী ওই নারী দর্শনা থানায় উপস্থিত হয়ে প্রেমিক মিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা রুজু করেন। বৃহস্পতিবার রাতে ওই নারীর পিতা অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।