Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফটিকছড়িতে ভ্যান চালকের লাশ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ৩:২৪ পিএম

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ১নং সুয়াবিল ওয়ার্ডের কমিউনিটি সেন্টারের পূর্বপাশের বিল থেকে মুহাম্মদ নুর নবী (৪৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সিডেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভুজপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহত নুরুন্নবী নাজিরহাট পৌরসভার সুয়াবিল ১নং ওয়ার্ডের কান্তর আলী মুন্সী বাড়ীর মৃত নুরুচ্ছাফার পুত্র।

নিহতের স্ত্রী জানান, নুরুন্নবী গতকাল বুধবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। রাত ১টার দিকে তাকে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার সাথে কারো সাথে তেমন বিরোধ নেই। নিহত নুরুন্নবীর দু'টি কন্যা সন্তান রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এডিশনাল এসপি (হাটহাজারী সার্কেল) শাহাদাৎ হোসেন, ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী।

পুলিশ জানায়, লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ