Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহির কাছে ভালোবাসা হলো আইসক্রিমের মতো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২১, ১১:৩০ এএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি যেন এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করতে শিখেছেন। চলতি বছরই সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন তিনি। এরপর গত ১৩ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি।

রাকিব সরকারকে বিয়ের পর থেকেই আলোচনায় মাহিয়া মাহি। বিভিন্ন ইস্যুতে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এরই মধ্যে স্বামীকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন মাহি। তখনই ফাঁস হয় তার একটি ফোনালাপ। এরপর নিজের ফেসবুকে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। সরে দাঁড়িয়েছেন একটি সিনেমা থেকেও।

সব ছাড়িয়ে মাহি আবারও ছন্দে ফেরার চেষ্টা করছেন। ফিরেছেন লাইট-ক্যামেরার সামনেও। এর মধ্যেই বুধবার (২৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ছবিসহ ভালোবাসার বিশেষ বার্তা দিয়েছেন মাহি। সেখানে এই নায়িকা নিজের জীবনের অভিজ্ঞতাই যেন তুলে ধরেছেন।

মাহি তার পোস্টে লিখেছেন- ‘ভালোবাসাটা একটা আইসক্রিমের মতো। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেন, আইসক্রিমটা তার আগের রুপ আর ফিরে পাবে না।’ ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার কারণ নিয়ে নায়িকা লেখেন- কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকে তো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কী হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।’

মাহি আরও যোগ করেন- ‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতো রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেওয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি আপনারা হয়তো জানবেন না, বুঝবেন না, কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। এতে আরও অভিনয় করছেন শান্ত খান, নিশাত সালওয়া, শিবা শানু প্রমুখ। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ