Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে আঞ্চলিক দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:৪৩ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে আঞ্চলিক দুই গ্রুপের (ইউপিডিএফ গণতান্ত্রিক ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস) গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২ টার দিকে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা- দিঘিনালা সড়কে ২ কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার নাম মনির হোসেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি একে-৪৭ রাইফেল এবং এর দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ।

তিনি জানান, ঘটনাস্থলে দুইজনের মরদেহ পড়ে আছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে।

নিহতরা হলেন- ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বাঘাইছড়ি উপজেলা পরিচালক জানং চাকমা (৩০) এবং জেএসএস মূল দলের তুজিম (৩৫) ।
স্থানীয় সূত্র জানায়, ইউপিডিএফ গনতান্ত্রিক দলের সদস্যরা সকালে মারিশ্যা- দিঘিনালা সড়কে ২ কিলো নামক স্থানে অবস্থান করছিলো। এ খবর পেয়ে জেএসএস মুল দলের সদস্যরা এসে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের পরিচালক জানং চাকমা ঘটনাস্থলে মারা যায়। হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্যরা জেএসএস দলের সদস্যদের উপর হামলা চালালে ঘটনাস্থলে জেএসএস দলের সদস্য তুজিম চাকমা নিহত হয়।
এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক দলের নেতা অসিম চাকমা বলেন, জেএসএস মুল দলের সদস্যরা আমাদের কর্মীদের উপর অতর্কিত ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে আমাদের বাঘাইছড়ি পরিচালক জানং চাকম মারা যায়। আমাদের পাল্টা হামলায় জেএসএস মুল দলের স্বশস্ত্র গ্রুপের সহকারী গ্রুপ কমান্ডার তুজিম মারা যায়। তবে এ ব্যাপারে জেএসএস মূল দলের কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ জানান, ঘটনাস্থলে দুইজনের মরদেহ পড়ে আছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ