মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে আবারও ভয়াবহ সংক্রমণের দিকে যাচ্ছে করোনাভাইরাস। বছর শেষে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগী।
ভারতের দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় বুধবার সকালে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯১৯৫ জন। অথচ আগের দিনর সংক্রমণ ছিল ৬৩০০-র আশেপাশে। অর্থাৎ, একদিনে শনাক্ত বেড়েছে ৪৪ শতাংশ।
একই সময়ে মারা গেছে ৩০২ জন।
ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১। সব মিলিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জন।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ওমিক্রনের দাপট রুখতে একাধিক রাজ্য নতুন করে কড়া কভিডবিধির পথে হাঁটছে। দিল্লি, মুম্বাইয়ের মতো জনবহুল শহরে জারি হয়েছে নাইট কারফিউ-সহ নানা নিষেধাজ্ঞা।
পরিসংখ্যান বলছে, দিল্লিতে একদিনে ৭০ শতাংশ ও মুম্বাইয়ে ৫০ শতাংশ লাফিয়ে বেড়েছে শুধু ওমিক্রনে আক্রান্তের হার। এই মুহূর্তে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেশটির মধ্যে সর্বোচ্চ ২৩৮। বন্ধ রাখা হয়েছে স্পা, জিম ও পার্লার। বিয়ে ছাড়া কোনো বড় জমায়েত করা যাবে না। মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী যাতায়াত করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কেজরিওয়াল সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।