Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১২:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের ডেনভারে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যান৷

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন সাংবাদিকদের বলেন, ‘‘আজ সন্ধ্যায় যে ধারাবাহিক সহিংস অপরাধ ঘটে গেল তার জন্য একজন ব্যক্তি দায়ী৷'' পুলিশ সেই ব্যক্তির নাম, পরিচয় এখনো জানায়নি৷ বন্দুকধারীদের গুলিতে আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি৷

প্যাজেন জানান, স্থানীয় সময় বিকেল পাঁচটায় বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা এবং একজন পুরুষকে আহত করেন৷ তারপর তিনি গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান৷ যেতে যেতে ইস্ট ডেনভারে চিজম্যান পার্কে তিনি আরেক ব্যক্তিকে গুলি করেন৷ তারপর ডেনভারের পশ্চিম দিকে গিয়ে আবার গুলি চালান৷ তবে তখন গুলি কারো গায়ে লাগেনি৷ সেখান থেকে সরে যাওয়ার সময় তাকে অনুসরণরত পুলিশের ওপরও গুলি চালান ওই বন্দুকধারী৷ তারপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন৷

লেকউডের পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারী গাড়ি থেকে নেমে দৌড়ে এক হোটেলে ঢুকে এক কর্মীকে গুলি করেন৷ পুলিশ এলে এক পুলিশ কর্মকর্তাকেও গুলিতে আহত করে্ন এবং তারপর পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন৷

গত মে মাসে কলোরাডো স্প্রিংসে এক পার্টিতে নিজের গার্লফ্রেন্ডসহ পাঁচজনকে আহত করে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সি যুবক টিওডোরো ম্যাসিয়াস৷ ডেনভার থেকে ১১০ কিলোমিটার দূরের ওই ঘটনার আগে প্রায় ৪৫ কিলোমিটার দূরের বৌল্ডারে ঘটেছিল আরো ভয়াবহ ঘটনা৷ মার্চ মাসের সেই ঘটনায় ২২ বছর বয়সী আহমাদ আল আলিউই এক সুপারমার্কেটে ১০ জনকে গুলি করে হত্যা করেন৷ সূত্র: এপি, রয়টার্স।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৯ ডিসেম্বর, ২০২১, ১:১৭ পিএম says : 0
    ভয়াবহ গজবের মধ্যে আমেরিকা আক্রান্ত রেকর্ড ৪ লাখের উপরে l পৃথিবীতে মৃত্যুতে সর্বোচ্চ আমেরিকা। এটি গজব আজাব নয়তো কি??? আমেরিকার মানবধিকার গনতন্ত্র নমুনা প্রতিদিনই বিশ্বের মাঝে শিরোনাম হচ্ছে। সভ‍্যজাতির করুন ভয়ানক চিত্র প্রকাশ পাচ্ছে। আমেরিকায় মানুষের জীবনের নিরাপত্তা শূণ্যের কোটায়। একমাত্র মার্কিন ডলারের আশায় বিশ্বের ধনী রাষ্ট্র হওয়াই মানুষ আমেরিকাকে পছন্দের জায়গা বানিয়েছেন। বেহায়াপনা উলঙ্গপনা নাস্তিকতা যেখানেই সভ‍্যতার মাপকাঠি সেখানেই গজব আজাব অনিবার্য। আমরাই আমেরিকা কে স্বর্গরাজ্য বানিয়েছি।গনতন্ত্র মানবধিকার বিশ্বের মাঝে অশান্তির কারণ এইদেশটি। একদিকে লক্ষ লক্ষ ডলার সাহায্য করেন। আবার প্রযোজনে ধ্বংসযজ্ঞ চালান এটিই এক মাত্র আমেরিকার পরিচিতি বিশ্বের মাঝে প্রকাশ পাচ্ছেন।বিশ্বে দুইশত কোটি মুসলমান হিতাহিত জ্ঞান হারিয়ে দুনিয়ার জীবন কে সাজাতে ব‍্যাস্থ। পৃথিবীতে একমাত্র মুসলমানদের দেশের মাঝে বাংলাদেশের মানুষ বেশী বেনামাজি। কারণ অনেক পারিবারিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয়ভাবে নৈতিকতা জন্যে শিক্ষা কাঞ্জক্রম নাই। বিধর্মীরা আমাদের সরকারের উপর এবং সমাজের উপর প্রভাব বিস্তার করে রেখেছেন বিভিন্ন ভাবে এটি বিশাল আলোচনা। মহাপরাক্রমশালী আল্লাহর এই জমিনজুড়ে একমাত্র মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাহার ইবাদত করার জন‍্যে। অথাৎ পৃথিবীর ক্ষনস্থায়ী জীবনের ভাল মন্দের পাপ পূন্যের হিসাবে স্থায়ী জীবনের মৃত্যুহীন জীবনের পকৃত সত্য জান্নাত এবং ভয়ানক জাহান্নামের কঠিন শাস্তির নিদ্ধারীত আছে। আমেরিকা বৃটিশ জাপান মধ‍্যপ্রার্চ কিছুর কিছুই কাজে আসবেনা। ছোট্ট জীবনের জন্যে আখেরাতের জীবন নষ্ট করার আগে হাজার বার চিন্তা করুন।
    Total Reply(1) Reply
    • Abul Kalam Azad Khan ২৯ ডিসেম্বর, ২০২১, ৩:২১ পিএম says : 0
      নাছির উদ্দিন শাহ্ অতি মূল্যবান মন্তম্বের জন্য আপনাকে ধন্যবাদ।

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ