মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার বন্দর শহর লাটাকিয়াতে বিমান হামলা চালালো ইসরায়েল। এই মাসে দ্বিতীয়বার। সিরিয়ার সংবাদমাধ্যম সানা সামরিক সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রাত তিনটা ২১ মিনিট নাগাদ বন্দর শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল কনটেনার ইয়ার্ড।
সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিমান হামলা করে ইসরায়েল। এর আগে ৭ ডিসেম্বর তারা একই শহরে বিমান হামলা করেছিল। সেই হামলায় একটি গুদামে আগুন ধরে যায়, কিন্তু কেউ মারা যাননি। সানা জানিয়েছে, বিমান হামলার পর একজন সিরীয় সেনা মারা গেছেন এবং অন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিমানবন্দরের কনটেনার ডিপোয় আগুন ধরে যায়।
সিরিয়ার সরকারি টিভির রিপোর্ট জানাচ্ছে, একটি হাসপাতাল ও কিছু বাড়িও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার এক ঘণ্টা পরেও দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত ছিলেন। যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, গত ৭ ডিসেম্বর ইসরায়েল বিমান হামলা করেছিল সিরিয়ায়। তবে সেই হামলা ছিল সামরিক ঘাঁটি লক্ষ্য করে।
ইসরায়েলের সেনার তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েল অতীতে জানিয়েছে, তারা ইরানপন্থি মিলিশিয়াকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছে। এমনকী দামাস্কের প্রধান বিমানবন্দরেও তারা হামলা করেছে। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।