বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন পর রাজশাহীর চারঘাটে একটি পুকুরে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার ভেসে থাকতে দেখা গেছে। একই সঙ্গে সংরক্ষিত মহিলা সদস্যদের ফলাফলের কাগজও পাওয়া গেছে সেখানে। গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
গতকাল জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের একটি পুকুর থেকে এসব ব্যালট পেপার পাওয়া যায়।
জানাযায়,চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র ছিল বামনদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ওয়ার্ডে ৭জন ইউপি মেম্বার (সদস্য) পদে নির্বাচনে অংশ নেন। নির্বাচনের দিন ভোট গণনার শেষ পর্যায়ে কয়েকজন প্রার্থীর বিক্ষুব্ধ কর্মীরা নির্বাচনে দায়িত্ব পালনকারীদের অবরুদ্ধ করে ভোটে অনিয়মের অভিযোগ করেন।
তারা এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যালট পেপার উদ্ধার করে নির্বাচন কার্যালয়ে জমা দেয়। এরপর ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে, নির্বাচনের দুইদিন পর মঙ্গলবার ওই কেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুরে এসকল সিলমারা ব্যালট পেপার পাওয়া গেছে। এতে স্থানীয় ভোটারদের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।
স্থানীয় বামনদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুজ্জামান বাধন জানান, তিনি দুপুরে মাঠে ঘাস কাটতে যাচ্ছিলেন। এসময় পুকুরে চার থেকে পাঁচটি ব্যালট পেপার ভাসতে দেখেন। পরে পুকুরের কিনারে বামনদিঘী কেন্দ্রের নাম লেখা একটি কাগজের প্যাকেট দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে লোকজন এসে কাগজের প্যাকেট থেকে শতাধিক সিলমারা ব্যালট পেপার উদ্ধার করেন।
এ ব্যাপারে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, ভোটের দিন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ভোট গণনা শেষে সিলগালা অবস্থায় ব্যালট পেপার নির্বাচন কার্যালয়ে জমা দেন। আমাদের গুণে নেওয়ার সুযোগ নেই। এ অবস্থায় কোথাও ব্যালট পেপার পাওয়া গেলে উদ্ধার করে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম জানান, আমি গণনা শেষে সব ব্যালট পেপার জমা দিয়েছি। কোথাও ব্যালট পেপার উদ্ধার হয়েছে কি না তা আমার জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।