বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে মুখে কালো কাপড় বেঁধে রাজপথে দাঁড়িয়েছিলেন বামপন্থী বিভিন্ন সংগঠনের চার প্রার্থী। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন বামদলের নেতাকর্মীরাও যোগ দেন। গতকাল (বৃহস্পতিবার) নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘বাম গণতান্ত্রিক জোট’ এই কর্মসূচি পালন করেছে।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, বাংলাদেশে নির্বাচনের নামে যা হয়েছে, সেটা জনগণের সঙ্গে প্রতারণা এবং প্রহসন বলে মনে করি। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে জোর করে কেন্দ্র দখল ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।
নির্বাচনের ফলাফল ও অবস্থা দেখেই বোঝা যাচ্ছে দলীয় সরকারের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে। জোট- মহাজোটের বাইরে এসে বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহবান জানিয়েছেন অশোক সাহা। অবস্থান কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী আব্দুল নবী, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী সেহাব উদ্দিন সাইফু এবং চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী অপু দাশ গুপ্ত উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।