রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট জেলা সংবাদদাতা
ভোট গণনার সময় হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে আবারো জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ফলাফল স্থগিত করা হয়েছে। ভোট গণনার সময় গভীর রাতে হটাৎ বিদ্যুৎ লাইন বন্ধ করে হট্টগোল ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল ঘোষণা না করেই ভোট গ্রহণের ব্যালট পেপার সিলগালা করে থানায় জমা রেখেছে নির্বাচন কমিশনার। গত বৃহস্পতিবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের পর গণনার আগে সেটিং করার সময় বাইরে প্রজেক্টরে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিবলুর ব্যালট পেপার বেশী দেখে হঠাৎ করে কে বা কারা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলে এ সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর আগে গত ৫ মার্চ একই নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও বুথ দখলের অভিযোগে ভোট বাতিল হয়েছিল। দীর্ঘ ৭ মাস পরে ভোট গণনাকালে ব্যালট পেপার ছিনাইয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করে পুনরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে গত রোববার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সাধারণ সম্পাদক পদের প্রার্থী গোলাম মোর্তুজা শিপলু স্ত্রী মোছাঃ তানিয়া আলম তিথী। লিখিত বক্তব্যে শিপলুর স্ত্রী তিথী অনতিবিলম্বে নির্বাচনের ফল ঘোষণার দাবি জানিয়ে বলেন, নির্বাচনের ঝুলন্ত ফলাফল শ্রমিক সমাজে বিতর্ক ও অস্বচ্ছতার সন্দেহের সৃষ্টি করেছে। কেননা শিপলু বিপুল ভোটে এগিয়ে থাকায় দুষ্কৃতকারীরা হামলা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।