Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কারচুপির কারণ হতে পারে ইলেকট্রনিক ব্যালট ভোট

ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি বলসোনারোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ব্রাজিলের স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পক্ষে রাস্তায় মিছিল করেছে লাখ লাখ মানুষ। তারা ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগ দাবি করেছেন। এই মিছিলে অংশ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেন, একমাত্র ঈশ্বরই আমাকে ক্ষমতা থেকে সরাতে পারে। বলসোনারোর পক্ষে মিছিলে অংশ নিতে সাও পাউলো শহরে এসেছিলেন কার্লোস আলবার্তো জুলিয়াও। ব্রাজিলের আদালতকে উদ্দেশ্য করে ৪৫ বছর বয়সী এই ব্যক্তি বলেন, তারা চোরদের ছেড়ে দেয় এবং রক্ষণশীলদের গ্রেপ্তার করেন। ২০২২ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির ব্যবহার নিয়ে চরম আপত্তি রয়েছে বলসোনারোর। এ কারণে আগামী নির্বাচনে ফল প্রত্যাখ্যান করার হুমকিও দিয়েছেন তিনি। পাশাপাশি ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি তুলে আসছেন। বলসোনারোর ভাষ্য, ইলেকট্রনিক ব্যালট ভোট কারচুপির কারণ হতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বলসোনারোর পক্ষে সবচেয়ে বড় মিছিল হয়েছে ব্রাজিলের সাও পাউলো শহরে। সেখানেই বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই মিছিলে প্রায় ১ লাখ ১৪ হাজার মানুষ অংশ নেয় বলে জানিয়েছে স্থানীয় আইনশৃংখলা বাহিনী। সাও পাউলোর মিছিলে অংশ নিয়ে ব্রাজিলের ভোট ব্যবস্থার সমালোচনাও করেন বলসোনারো। তবে এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। ২০১৯ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন বিষয়ে বিতর্কিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সম্প্রতি করা বিভিন্ন জরিপে দেখা গেছে ব্রাজিলে তার গ্রহণযোগ্যতা ২৫ শতাংশের কম। বিশেষ করে আমাজন বনে আগুন লাগা নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এ ছাড়া করোনা ভ্যাকসিন জালিয়াতিসহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ