Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গার নাস্তিপুর গ্রামে শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১১:০২ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে নিজের শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে হযরত আলী বিশ্বাস (৫৬) নিহত হয়েছেন। তিনি নাস্তিপুর গ্রামের বাদলা বিশ্বাসের ছেলে। মঙ্গলবার দিনগত রাতে শোবার ঘরের রাস্তার পাশের জানালা খোলা অবস্থায় গুলিবিদ্ধের ঘটনাটি ঘটে। ওই রাতেই মূমুর্ষ হযরত আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হযরতের ছেলে তৌফিক হাসান নাঈম বলেন,‘রাতে বিকট শব্দ ও তার মায়ের চিৎকারে পাশে শোবার ঘরে গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় বাবার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সে সময় বাবার শোবার ঘরের রাস্তার পাশের জানালা খোলা ছিলো। চিৎকারে তার চাচাতো ভাই মুকুলসহ প্রতিবেশীরা ছুঁটে আসে। সে সময় বাবাকে নিয়ে মোটরসাইকেলে চেপে আমরা প্রথমে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে যায়। অনেক ডাকাডাকি করে কেউ ক্লিনিকের দরজা না খুললে আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়। তিনি আরো জানান, তার বাবা কৃষি কাজ এবং বিজিবিকে চোরাচালান সংক্রান্ত খবর দিতো। সীমান্ত এলাকার চোরাকারবারীরা শোবার ঘরের জানালা দিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে তার বাবাকে হত্যা করতে পারে’।

প্রতিবেশীরা জানায়,চলতি মাসে ভারত সীমান্তবর্তী নাস্তিপুর ও তার আশপাশ এলাকা থেকে বিজিবি ভারতে পাচার হওয়ার আগেই বেশ কয়েকটি অবৈধ স্বর্ণের বড় চালান আটক করে। তারই জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন জানান, রাত দেড়টার দিকে মূমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ এইচ.এম.লুৎফুল কবির বলেন, হযরত আলী বিশ্বাস বিজিবিকে চোরাচালান বিষয়ে খবর দিতো। তবে কারা, কি কারনে তাকে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। এ হত্যাকান্ডের তদন্ত করে কারন উদঘাটন করা সম্ভব হবে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে দর্শনা থানায় মামলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ