Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র প্রার্থী এ্যাড. তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৮:৪০ পিএম

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট (ফলপট্রি) এলাকায় বাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র প্রার্থী এ্যাড.তৈমুর আলম খন্দকার।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনটি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ