Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীন বাংলা দলকে সংবর্ধনা দেবে এনএসসি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ৭:৫৭ পিএম

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীন বাংলা ফুটবল দলকে সোমবার সংবর্ধনা দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এদিন এনএসসির শেখ কামাল অডিটোরিয়ামে সকাল ১১ টায় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আকতার হোসেন। সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে এনএসসির সচিব পরিমল সিংহ রোববার বলেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দল শুধু ক্রীড়াঙ্গনই নয়, সারাদেশ ও বিশ্বের গৌরব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লগ্নে আমরা তাদেরকে সম্মান জানানোর জন্য এই সংবর্ধনার আয়োজন করেছি। ক্রীড়াঙ্গনের অনেক সংস্থা এবং সংসদীয় কমিটির সদস্যদেরও দাওয়াত দেয়া হয়েছে এই অনুষ্ঠঅনে। আশা করি খুব সুন্দর ও আনন্দঘন পরিবেশে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা সংবর্ধনা গ্রহণ করবেন।’

সপ্তাহ দুই আগে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ২৭ বছর পর দেশে ফেরা স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য এনায়েতুর রহমান। এনএসসি চেষ্টা করছে স্বাধীন বাংলা দলের সুস্থ সব সদস্যকে অনুষ্ঠানে উপস্থিতি রাখতে। এ প্রসঙ্গে পরিমল সিংহ বলেন,‘বাফুফের অনুষ্ঠানে সেই দিন যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলেছেন মাননীয় মন্ত্রী। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রত্যেক সদস্যকে অনুষ্ঠানের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ