Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমিক্রন নয়তো? রাতে ঘুমের মধ্যে ঘাম হচ্ছে?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২১, ২:১২ পিএম

বার বার রূপ বদল করছে করোনাভাইরাস। ২ বছরের মধ্যে ৩৭ বার রূপ বদল করেছে করোনা ভাইরাস। এই রোগের উপসর্গ খুঁজে পেতে হিমশিম চিকিৎসকরা। করোনার অন্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে স্বাদ - গন্ধ চলে যাওয়াটা বড় উপসর্গ বলে ধরা হয়। ওমিক্রন আক্রান্তদের স্বাদ গন্ধের অনুভূতি অটুট থাকছে। তাহলে ওমিক্রন চিনবেন কি ভাবে? বিশ্বের বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় ওমিক্রন এর সঙ্গে পারা ইনফ্লুয়েনজার মিল পেয়েছেন। তারা বলছেন, ঘুমের মধ্যে ঘাম হওয়াটা যেমন পারা ইনফ্লুয়েনজার উপসর্গ, তেমনই ওমিক্রনের।

তাই তাঁদের পরামর্শ, ঘুমের মধ্যে ঘাম হলেই চিকিৎসকের পরামর্শ নিন। ভারতে শনিবার পর্যন্ত ৪১৫ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১১৫ জনই মহারাষ্ট্রের।

এরপরই তামিলনাড়ু। সেখানে আক্রান্ত ৩৭ জন। এদিকে ওমিক্রন ভাইরাস এর আবিষ্কর্তা দক্ষিণ আফ্রিকার ডাঃ এঞ্জেলিনা কটরিজ বলেছেন, ভারতে ওমিক্রন খুব মারাত্মক হবে না। কারণ, সেখানে অধিকাংশ মানুষের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। ওমিক্রন ভাইরাসকে কাবু করতে পারে এই ভ্যাকসিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ