Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী-হুতি সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৮:০৮ পিএম

সউদী আরবের অভ্যন্তরে শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এতে একজন সউদী নাগরিক এবং একজন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। একই দিনে ইয়েমেনের অভ্যন্তরে সউদীর বিমান হামলায় তিন জন নিহত হয়েছে।

শনিবার হুতির হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে সউদী আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এতে জানানো হয়েছে, ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে ওই হামলা চালায় হুতিরা। এ হামলায় দুই জন নিহতের পাশাপাশি ৭ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রটি সেখানকার একটি প্রধান সড়কের পাশে থাকা দোকানের উপরে বিধ্বস্ত হয় এবং ২ জন নিহত হন।

অপরদিকে ইয়েমেনে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, আজামা এলাকায় সউদী জোটের ফেলা বোমায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আজামা বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার পার্শ্ববর্তী শহর। নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। এর আগে শুক্রবার সানায় বিভিন্ন স্থাপনা টার্গেট করে বিমান হামলা চালায় সউদী জোট। সউদী আরব দাবি করেছে, তারা হুতির একটি অবস্থানে আঘাত হানতে সক্ষম হয়েছেন। যদিও হুতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এতে শুধু বেসামরিক স্থাপনা ও বাড়িঘর ধ্বংস হয়েছে।

২০১৪ সাল থেকে চলছে ইয়েমেন যুদ্ধ। এতে ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর একটি বড় অংশই বেসামরিক মানুষ। সেখানে সউদী আরব নিজের পছন্দের সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইরান সমর্থিত হুতি বাহিনী। প্রায়ই এই বাহিনী সউদী আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সূত্র: আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ