Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন থেকে কক্সবাজার ভ্রমণে লাগবে জাতীয় পরিচয়পত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ১১:২০ এএম

কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির জন্য নেয়া হয়েছে আরো গুরুত্বপূর্ণ ছয়টি সিদ্ধান্ত।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসব সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালযয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিললুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক আলোচনা শেষে সাতটি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো- সকল আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে। আবাসিক হোটেলগুলো অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা হবে। প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে। পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করা হবে। প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করতে হবে। হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে ও জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে হোটেল-মোটেল মালিক সমিতি।

 



 

Show all comments
  • Mohd Sahidur Rahman ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৪৬ পিএম says : 0
    দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেয়া পর্যন্ত কক্সবাজার পর্যটন এলাকা বয়কট করা উচিত।
    Total Reply(0) Reply
  • হেদায়েতুর রহমান ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম says : 0
    এসব বাদ দিয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করুন
    Total Reply(0) Reply
  • টুটুল ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম says : 0
    কয়েকটা অঘঠন হওয়ার পর প্রশাসন কে জাগাতে হয়, তার আগে সারাবছর কি ঘুমাই নাকি ?
    Total Reply(0) Reply
  • Shahidul Islam ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৫১ পিএম says : 0
    অপরাধ করল কে! আর শাস্তি দিচ্ছেন কাকে? এইনা হলে বাংলার নিরপেক্ষ আইন।
    Total Reply(0) Reply
  • Md Nazmul Sheikh ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৫২ পিএম says : 0
    যে পর্যটন এলাকায় মানুষের নিরাপত্তা নেই, এবং বাটপারিতে ভরপুর সেই পর্যটন কেন্দ্রকে বয়কট করা উচিৎ, যেন ওদের একটা উচিৎ শিক্ষা হয়
    Total Reply(0) Reply
  • মো কামরুজ্জামান তপু ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:৫৪ পিএম says : 0
    যাব না কক্সবাজার, এরা পর্যটন ব্যাবসা করে, আবার পর্যটকদের ধর্ষণ করে। অর্থাৎ যেই প্লেটে খায়, সেই প্লেটে হাগে। আগে পর্যাপ্ত নিরাপত্তা, তারপর ভ্রমন।
    Total Reply(0) Reply
  • Ekram ২৫ ডিসেম্বর, ২০২১, ৪:০৬ পিএম says : 0
    গেলাম না কক্সবাজারে ????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় পরিচয়পত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ