প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’
আমির সিরাজীর জন্ম ১৯৫১ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে। বাবা হাজী ফজলুর রহমান কাশ্মীরি ছিলেন একজন ধনাঢ্য ব্যবসায়ী। পরিবারের সবাই তাকে আদর করে ডাকতেন কালু বলে। যাত্রা গুরু মীর মোনায়েম সালেহীন সুবলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নাম লিখিয়েছেন যাত্রা দলে। অভিনয়ের নেশায় বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়িয়েছেন বাংলার আনাচে-কানাচে যাত্রাপালা নিয়ে।
১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের বিজ্ঞাপন দেখে তিনি ঢাকায় আসেন। মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আমির সিরাজীর। কিন্তু তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। প্রায় তিন যুগের ক্যারিয়ারে তিনি সাত শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এই অভিনেতা ১৯৯১ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।