প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: এবারের ঈদের তৃতীয় দিন রাত ৮.১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে অভিনেতা রাশেদ সীমান্ত সোস্যাল মিডিয়ায় এখন ভাইরাল। নাটকটি যারা দেখেছেন নাটকের শেষদৃশ্যে এসে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের পানি ধরে রাখতে পারেননি। নাট্যপরিচালক হুমায়ুন সাজুসহ অসংখ্য দর্শক গত ১৮ আগস্ট নাটকের শেষ দৃশ্যের ফুটেজ তাদের ফেসবুকে ট্যাগ করেন। এতেই সোস্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে যায়। একদিনেই এর ভিউয়ার্স সংখ্যা লাখ লাখ ছাড়িয়ে গেছে। শেয়ারের সংখ্যা প্রায় ৩০ হাজার। দর্শকদের হাজার হাজার মন্তব্যে ছয়লাব। মিডিয়া ব্যক্তিত্ব বেনু শর্মার অসাধারণ চিত্রনাট্য এবং রাশেদ সীমান্তর নজরকাড়া অভিনয়ের প্রশংসা করছেন সবাই। জিয়াউর রহমান জিয়া পরিচালিত এ নাটকে রাশেদ সীমান্তর সহশিল্পী ছিলেন অভিনেত্রী অর্ষা। উল্লেখ্য, বেনু শর্মা রচিত ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে গত বছর মিডিয়ায় অভিষেক রাশেদ সীমান্তর। এ পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা ৯টি। মধ্য রাতের সেবা ছাড়াও এবার ঈদে বৈশাখী টিভিতে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে জামাই বাজার ও ভাবীর দোকান-২ নাটক দুটিও ব্যাপক প্রশংসিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।