বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নে তৃণমূলের ভোটে শেষ হয়েছে আওয়ামীলীগের প্রার্থী বাছাই । আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রার্থী বাছাই সম্পন্ন হয়। এতে প্রাথমিক ভাবে নৌকা প্রতিকের জন্য নির্বাচিত হয়েছেন মোল্লারগাও ইউনিয়নে জবরুল ইসলাম জগলু, তেতলী ইউনিয়নে আতিকুর রহমান আতিক ও কামালবাজার ইউনিয়নে মোঃ আব্দুর রব। তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি, মনোনয়পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল শুনানি ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিস্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।