Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোট গ্রহন শেষ চলছে ফলাফলের অপেক্ষা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ৫:০৬ পিএম

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সমর্থক এবং ভোটাররা। আজ শনিবার সকাল ৮টা থেকে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। ১৪৯ কেন্দ্রের প্রতিটিতে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, লাঙ্গল নিয়ে জাতীয় পার্টির মো. আতিকুর রহমান আতিক, মটরগাড়ি নিয়ে বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি তা করেন। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের আসন হিসাবে পরিচিত সিলেট-৩ এ মোট ভোটার ৩ লাখ ৫২ হাজারের কিছু বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপ-নির্বাচন

২৫ নভেম্বর, ২০২০
৫ অক্টোবর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ