Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালক আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৩ এএম

‘লক্ষদ্বীপ’ চলচ্চিত্রের পরিচালক আয়েশা সুলতানার বিরুদ্ধে মালয়ালম টিভি চ্যানেলে মন্তব্যের কারণে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে। লক্ষদ্বীপ বা লাক্ষা দ্বীপে করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে একটি মন্তব্যের পর কাভারত্তির পুলিশ এই অভিযোগ লিপিবদ্ধ করেছে। মামলাটি রেজিস্ট্রি করেন সাব-ইনস্পেক্টর আমির বিন মোহাম্মদ। মামলায় আয়েশা সুলতানার উক্তিকে জাতির প্রতি বিদ্বেষ প্রতিফলিত হয়েছে উল্লেখ করা হয়। ১২৪ এ এবং ১৫৩ বি ধারায় সুলতানার বিরুদ্ধে জামিন অযোগ্য এই মামলা করা হয়। এক টিভি বিতর্কে আয়েশা মন্তব্য করেন কেন্দ্রীয় সরকার দ্বীপে জৈব অস্ত্র ব্যবহার করেছে বলে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপি ইউনিট প্রেসিডেন্ট আবদুল কাদের এই অভিযোগ দায়ের করেন। আয়েশা লক্ষদ্বীপের চেলতাতে বড় হয়েছেন। তিনি বেশ কিছু মালয়ালম চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি টিভি অনুষ্ঠানে অভিযোগ করেন দ্বীপের নতুন প্রশাসক প্রফুল্ল খোডা পাটেল হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের পরিকল্পনা কায়েম করার জন্য শান্তিপ্রিয় দ্বীপে এই কাজটি করিয়েছেন। এই মাসের শুরুতে কেরালা সংসদ পাটেলের বহিষ্কারের ব্যাপারে একমত হয়ে বিল পাস করেছে। গত সপ্তাহে পাটেলের অপসারণ দাবীতে পুরো দ্বীপে হরতাল পালিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়েশা সুলতানা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ