Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইপিএলের নিলাম ‘১২’ ও ‘১৩’ ফেব্রুয়ারি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

জানুয়ারিতে কথা থাকলেও এবার খানিকটা দেরিতেই নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলাম। বিসিসিআই এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আইপিএলের পঞ্চদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১২ ও ১৩ ফেব্রæয়ারি, ব্যাঙ্গালুরুতে। নতুন ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নিলামের তারিখ পেছাতে বাধ্য হয়েছে বিসিসিআই।
১০টি দল নিয়ে হবে এবারের আইপিএল। নতুন দল লক্ষেèৗ ও আহমেদাবাদকে। লক্ষেèৗ ইতোমধ্যে কোচিং প্যানেল গোছানোর কাজ শুরু করে দিলেও অগ্রগতি নেই আহমেদাবাদের। কারণ আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে ইতালি ও ব্রাজিলভিত্তিক দুটি বেটিং সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিসিসিআই বিষয়টি খতিয়ে দেখছে। তাতেই পিছিয়ে গেছে আহমেদাবাদের কার্যক্রম। নিলামের আগে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ৩ জন করে ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ পাবে। পুরনো ৮টি দল ইতোমধ্যে নিশ্চিত করেছে, পরের আসরে কোন কোন খেলোয়াড়কে দলে ধরে রাখবে তারা।

একনজরে রিটেইনড ক্রিকেটারদের তালিকা
চেন্নাই সুপার কিংস : রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুটুরাজ গাইকোয়াদ, মঈন আলী
কলকাতা নাইট রাইডার্স : সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কাটেশ আইয়ার
সানরাইজার্স হায়দরাবাদ : কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক
মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, স‚র্যকুমার যাদব, কাইরন পোলার্ড
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : বিরাট কোহলি, গেøন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ
দিল্লী ক্যাপিটালস : রিশভ পান্ট, পৃথ্বী শো, অক্ষর পেটেল, অ্যানরিখ নরকিয়া
রাজস্থান রয়্যালস : স্যাঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জাইসওয়াল
পাঞ্জাব কিংস : মায়াঙ্ক আগারওয়াল, আরশদ্বীপ সিং

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ