Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ১৪ শতকের শিলালিপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

তুরস্কের গিরেসান দ্বীপে ১৪ শতকের একটি শিলালিপির সন্ধান পেয়েছেন প্রতœতাত্তি¡করা। কৃষ্ণ সাগরের দক্ষিণপূর্ব উপক‚লীয় গিরেসান প্রদেশের দ্বীপে শিলালিপিটির সন্ধান পাওয়া গেছে। দেশটির সংবাদ মাধ্যম ডেইল আল সাবাহ জানিয়েছে, পূর্ব কৃষ্ণ সাগরের ওই এলাকায় মিথলজিক্যাল নানা কাহিনী প্রচলিত। এটি একটি ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ জায়গা। রহস্যময় এই দ্বীপে গিরেসান ইউনিভার্সিটির ফাইন আর্টসের শিক্ষক ও সহযোগী অধ্যাপক গজনফার ইলতারের নেতৃত্বে ২০০৯ সাল থেকে খননকাজ চলছে। ইলতারের দল এ বছরই প্রথমবারের মত লিখিত প্রতœনিদর্শন আবিষ্কার করেন। যা ১৪ শতকের বলে চিহ্নিত করা হয়। গবেষকরা বলছেন, প্রতœ নিদর্শনটি ট্রেবিজন শাসক অ্যালেক্সিস তৃতীয় মেগাস কমনেনস এর আমলের। শিলালিপিতে বলা হয়েছে, দ্বীপের কাঠামো ও দেওয়ালগুলি গিরেসান গভর্নর রুস্তমের পুত্র পিঙ্কারনেস কিরিয়াকোসের স্ত্রী শ্রদ্ধের মারিয়া চালু করেন। শিলালিপিতে রুস্তমের নাম থাকার ফলে এই অঞ্চলে তুর্কমেন বে এবং কমনেনস রাজবংশের মধ্যে কৌশলগত বিয়ে প্রচলন থাকার ইঙ্গিত দেয়। পোড়ামাটির তৈরি শিলালিপিটির পরিমাপ ৩০ সেন্টিমিটার বাই ৫০ সেন্টিমিটার। হাঁসের পালক দিয়ে লেখা হয়েছে শিলালিপিতে। ডেইলি সাবাহ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ