বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া বাজারে অগ্নিকান্ডের ঘটনার ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ লিটন শিকদারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা হতে পারে। এই অগ্নিকান্ডে দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ লিটনের।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর।
পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদারের মেগাফিডের দোকান, মেশিনারী দোকান, গাড়ীর গ্যারেজ (যাতে নোহা গাড়ী ও মটরসাইকেল ছিল), লেড মেশিনের দোকান, ঔষধের দোকান, হেলাল হাওলাদারের ওয়ার্কসপ, চায়ের দোকান, বেলায়েত হোসেনের চায়ের দোকান।
ক্ষতিড়গ্রস্থ পাঁচপাড়া বাজার সমিতির সভাপতি লিটন শিকদার জানান, আগুনে পুড়ে আমার সব শেষ। কোন কিছুই আর বাকি নেই। সব শেষে পিরোজপুর ফায়ার সার্ভিস সময়মতো এসে দ্রুত কাজ না করলে আমাদের বাজারের সব দোকান পুড়ে যেতো।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, প্রথমে নাজিরপুর ফায়ার সার্ভিসকে ও পরে পিরোজপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে আমরা দ্রæত ঘটনাস্থলে পৌছাই। দুটি ইউনিট ও জনগনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। অগ্নিকান্ডের সূত্রপাতের উৎস পাওয়া যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমান বেশি হওয়ায় তদন্ত না করে কিছুই বলা যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।