মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মানুষের মাংস খেলে নাকি তার মাথার রোগ সারবে। এই ধারণা থেকে মানুষ খুন করা শুরু করেছিলেন ৩৯ বছরের এক যুবক। তার নাম জেমস ডেভিড রাসেল। ঘটনাটি ঘটেছে আমেরিকার ইদাহোর শহরে।
সম্প্রতি সত্তরের বছরের এক বৃদ্ধকে খুন করেন জেমস রাসেল। এরপর নিহতের শরীরের কিছু অংশ খেয়েও ফেলেন তিনি। পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানিয়েছে, বছর সত্তরের ডেভিড ফ্ল্যাগেট নামে এক ব্যক্তি হঠাৎই নিখোঁজ হয়ে যান। তদন্তে নেমে পুলিশ রাসেলের বাড়ির বাইরে একটি গাড়ি থেকে ডেভিডের মরদেহের অংশ বিশেষ উদ্ধার করে। উদ্ধার হওয়ার সময় ডেভিডের হাত পিছমোড়া করে ডাকটেপ দিয়ে বাঁধা অবস্থায় ছিল। কিন্তু দেখা গেল মরদেহের বেশ কিছু অংশ গায়েব।
পরে পুলিশ মরদেহের কিছু অংশসহ রক্তমাখা একটি মাইক্রোওয়েভ, একটি কাঁচের বোল, একটি রক্তমাখা ছুরি ও ব্যাগ উদ্ধার করে।
পুলিশ জেমস রাসেল পুলিশের কাছে স্বীকার করেন যে, গত ১০ সেপ্টেম্বর তিনি ডেভিড ফ্ল্যাগেটকে হত্যা করেন। এরপর তার শরীরের অংশ বিশেষ কেটে তিনি খেয়ে ফেলেছেন। মস্তিষ্কের রোগ সারাতেই তিনি এই কাজ করেছেন। সূত্র: ডেইলি মেইল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।