Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮ নয় ২১ বছরে মেয়েদের বিয়ে!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১১:০১ এএম

ভারতে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ২১ করা সংক্রান্ত বিলটি লোকসভায় পেশ হওয়ার পরই বিরোধীদের তুমুল আপত্তিতে বিলটি পাঠানো হয়েছে পার্লামেন্টেয়ারি কমিটিতে। বিলটি পেশ করে নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, শিশু বিবাহ আটকাতে বিলটির গুরুত্ব অপরিসীম। এর দ্বারা নারী ও শিশুদের মঙ্গল হবে। বিরোধীদের দাবি, বিজেপি সরকার ব্যাক্তিগত বিষয়ে নাক গলাচ্ছে এবং বিভিন্ন সম্প্রদায়ের আইনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, দীর্ঘ দিনের এই পুরোনো আইনগুলি বদলে দেশে মেয়েদের বিবাহের একটি আইনই প্রযোজ্য হওয়া উচিত। তা হল ছেলেদের মত মেয়েদের বিয়ের বয়েস ২১ হওয়া। উল্লেখ্য, ভারতে এখন বেশ কয়েকটি সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা বিয়ের আইন বলবত আছে। যেমন, ১৮৭২ এ চালু হওয়া খ্রীশ্চিয়ান ম্যারেজ আক্ট, ১৯৩৭ এ চালু হওয়া মুসলিম ম্যারেজ আন্ড ডিভোর্স আক্ট শরিয়ত, ১৯৫৫তে চালু হওয়া হিন্দু ম্যারেজ আক্ট এবং ১৯৬৯ এ চালু হওয়া ফরেনার্স ম্যারেজ আক্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ