Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের লড়াইয়ে তৃতীয় লিঙ্গের আলামিন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১০:২০ এএম

নৌকাকে বিপুল ভোটে হারিয়ে তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। তার দেখা দেখি এবার নওগাঁয় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পত্নীতলায় ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের আলামিন। তিনি মাইক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জেলায় প্রথম তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচনে অংশগ্রহণ করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলামিন পত্নীতলা ইউনিয়নের শম্ভুপুর গ্রামের মোজাম্মেল হোসেনের সন্তান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পত্নীতলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে মাইক প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের আলামিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ ওয়ার্ড থেকে তিনিসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আলামিন জানান, ‌আমি জনগণের সেবক হতে চাই। তাই আমি সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আমার বিশ্বাস মানুষ আমাকে ভোট দিবেন। কোথাও বৈষম্যের শিকার না হলে, আমি বিজয় লাভ করব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ