Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দেনা মিটাতে না পেরে প্রাইভেটকার চালকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১:২১ পিএম

দেনা মিটাতে না পেরে প্রাইভেটকার চালক আত্মহত্যা করেছেন। জানা যায়, রাজধানীর কামরাঙ্গীচর থানা এলাকায় দেনা টাকা পরিশোধ করতে না পেরে নিজাম মৃধা (৪৫) নামে এক প্রাইভেটকার চালক আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।


নিহতের বড় ছেলে সিফাত মৃধা জানান, আমার বাবা একজন প্রাইভেটকার চালক ছিলেন। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ওই টাকার জন্য বিভিন্ন সময় বাসায় আসত পাওনাদাররা। এ নিয়ে বাবা সবসময় হতাশায় থাকত। সোমবার মা ছাদে কাপড় শুকাতে গেলে বাবা রুমে গলায় ফাঁস দেয়।

সে আরও জানায়, পুলিশ এসে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় জানান, আমরা খবর পেয়ে লাশষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি।

তিনি আরও জানান, পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি দেনা মিটাতে না পেরে মানসিক চাপ থেকে হয়ত আত্মহত্যা করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ