Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বোমা মেরে গাড়িই উড়িয়ে দিলেন মালিক!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১০:২৫ এএম

‘টেসলা কেনার পর প্রথম ১৫০০ কিমি গাড়িটি খুব ভালো চলেছে। তারপরই যত সমস্যার শুরু। গাড়ির ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারে সমস্যা দেখা দিতে শুরু করে। ফলে গাড়িটিকে পরিষেবা কেন্দ্রে পাঠাতে বাধ্য হই। সেখান থেকে এক মাস পর আমাকে জানানো হয় যে গাড়িটি সারাতে প্রায় ১৭ লাখ টাকা খরচ হবে।'

এই খবর পেয়ে তৌমেনের ওই পদক্ষেপ। কারণ, সারানোর পরও যে গাড়িটি ঠিকমতো চলবে, তার কোনো নিশ্চয়তা নেই।
গাড়ি সারাতে দিয়েছিলেন সার্ভিসিং সেন্টারে। এক মাস পর সেখান থেকে মালিককে জানানো হলো গাড়িটি সারাতে খরচ পড়বে ১৭ লাখ টাকা। শুনে মালিকের চক্ষু চড়ক গাছ।

বিরক্ত হয়ে গাড়ির মালিক বোমা মেরে গাড়িই উড়িয়ে দিলেন। এরপর সেই ভিডিও ইউটিউবে আপলোড করলেন।

আমেরিকার বহুজাতিক সংস্থা টেসলা বিখ্যাত তাদের উন্নত প্রযুক্তিসম্পন্ন ব্যাটারিচালিত গাড়ির জন্য। বিভিন্ন দেশে জনপ্রিয় টেসলার গাড়ি। সেসব দেশে এই সংস্থা গাড়ি সংক্রান্ত সমস্ত পরিষেবাও দিয়ে থাকে। কিন্তু অত্যাধুনিক প্রযুক্তিও সব সময় গ্রাহককে সন্তুষ্ট করে না। সমস্যা দেখা যায়। এবং তা সারানোর খরচ অনেক।

কিমেনলাক্সো প্রদেশের বাসিন্দা তৌমেন কাতাইনেন সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন।

যেখানে দেখা যাচ্ছে তিনি তার মূল্যবান ‘টেসলা মডেল এস’ গাড়িটি প্রায় ৩০ কেজি বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দিলেন।

গাড়িটি বিস্ফোরণের আগে তিনি ঘটনার সম্পূর্ণ বৃত্তান্তও ভিডিওতে দিয়েছেন।

সেখানে তৌমেন বলেছেন, ‘টেসলা কেনার পর প্রথম ১৫০০ কিমি গাড়িটি খুব ভালো চলেছে। তারপরই যত সমস্যার শুরু। গাড়ির ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারে সমস্যা দেখা দিতে শুরু করে। ফলে গাড়িটিকে পরিষেবা কেন্দ্রে পাঠাতে বাধ্য হই। সেখান থেকে এক মাস পর আমাকে জানানো হয় যে গাড়িটি সারাতে প্রায় ১৭ লাখ টাকা খরচ হবে।

এই খবর পেয়ে তৌমেনের ওই পদক্ষেপ। কারণ, সারানোর পরও যে গাড়িটি ঠিকমতো চলবে, তার কোনো নিশ্চয়তা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ