বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার সন্ধায় পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার ধর্ষিতার মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার বাক্কা মিয়ার বখাটে পুত্র অনিক (১৮) পাশের বাড়ির ওই শিশুটিকে (১১) বাড়িতে একা থাকার সুযেগে ঘরে ঢুকে জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ঘটনাটি জানতে পেরে থানায় মামলা করে। বখাটে অনিক এর আগেও ওই পাড়ায় এধরনের একাধিক ঘটনা ঘটিয়েছ বলে স্থানীয়রা জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, ধর্ষণের অর্ভিযোগ পাওয়ার পর ওই শিশুটিকে মেডিকেল চেকাপের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। # মো. জাহাঙ্গীর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।