মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে তিন শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে দক্ষিণ মোরহেডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা সবাই একই পরিবারের সদস্য কিনা তা নিশ্চিত করা হয়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছেন তারা।
নিহতদের পরিবারের সদস্যরা ফোনে কাউকে খুঁজে না পেয়ে পুলিশকে জানালে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলোকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে পুলিশ বলছে, জোর করে কেউ ওই বাড়ির ভেতরে ঢুকেছে বা সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের পর নিহতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।