Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল তথ্যের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে সহস্রাধিক বেসামরিককে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ পিএম

পেন্টাগনের গোপন নথিতেই ২০১৪ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১ হাজার ৩০০ বেসামরিক নাগরিকের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে৷ এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস৷

পেন্টাগনের নথিতেই এসব ড্রোন হামলাকে ‘ব্যাপক ত্রুটিপূর্ণ' হিসেবে অভিহিত করা হয়েছে৷ যার কারণে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন হাজারো বেসামরিক মানুষ৷ এসব হামলা থেকে রেহাই পায়নি শিশুরাও৷ এই প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস৷ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর একটি ঘটনাতেও ভুল স্বীকার বা কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র৷ এত এত ঘটনার মধ্যে মাত্র এক ডজনেরও কম ভুক্তভোগী বা স্বজনকে ক্ষতিপূরণ দিয়েছে কর্তৃপক্ষ৷

প্রতিবেদনে যা আছে: ২০১৬ সালের ১৯ জুলাই সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালিয়ে ৮৫ জন ইসলামিক স্টেট যোদ্ধাকে হত্যার দাবি করে ‘অ্যামেরিকান স্পেশাল অপারেশন্স' বাহিনী৷ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১২০ জনের বেশি, যাদের সবাই ছিলেন নিরীহ গ্রামবাসী৷ ২০১৭ সালে ইরাকের পশ্চিম মসুলে অ্যামেরিকান বিমান থেকে একটি গাড়ি লক্ষ্য হামলা চালানো হয়৷ মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী গাড়িটিতে বোমা ছিল৷ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান বলছে সেই তথ্য সঠিক নয়৷ গাড়িটিতে মাজিদ মাহমুদ আহমেদ নামের এক ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান ছিল৷ হামলায় তারা সবাই এবং আরো তিন বেসামরিক নাগরিক মারা যান৷

প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক স্টেটের বিরুদ্ধে বোমা হামলায় মার্কিন বাহিনী বেসামরিক নাগরিকদের রক্ষার বিষয়টি নিয়মিতভাবেই পাশ কাটিয়ে গেছে৷ গত আগস্টে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে৷ পেন্টাগন থেকে শুরুতে দাবি করা হয়েছিল তারা বোমা বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে৷ তবে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা যায় নিহত ১০ জন একই পরিবারের সদস্য৷

ইরাক ও আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন সেনাদের মৃত্যুতে সমালোচনার মুখে তৎকালীন বারাক ওবামা সরকারের আমলে বিমান হামলার ব্যাপকতা পায়৷ ধীরে ধীরে দেশগুলো থেকে সেনা কমিয়ে ড্রোন হামলা তীব্রতা বাড়ায় যুক্তরাষ্ট্র৷ বারাক ওবামা এই হামলাকে ‘ইতিহাসের সবচেয়ে নিখুঁত বিমান অভিযান' হিসেবে অভিহিত করেন৷ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেও তা অব্যাহত থাকে৷ পাঁচ বছরের বেশি সময় ধরে আফগানিস্তান, ইরাক ও সিরিয়াতে মার্কিন বাহিনী ৫০ হাজারের বেশি হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ