নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তিন বছর পর ঘরোয়া ফুটবলের কোন আসরে ট্রফি জিতল ঢাকা আবাহনী লিমিটেড। তাও আবার মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের। যে টুর্নামেন্টে দীর্ঘ ৩১ বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকার আকাশী-হলুদরা। শনিবার স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরা কিংসকে ৩-০ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে আবাহনী। তাই শনিবারের রাতটি আবাহনী শিবির কাটিয়েছে অন্যরকম আনন্দ আর উদযাপনে। তাদের সেই আনন্দে এবার যোগ হলো বোনাস। স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন ট্রফি জেতায় রাকিব হোসেনদের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন আবাহনী কর্তৃপক্ষ। ক্লাবটির ফুটবল ম্যানেজার সত্যজিত দাশ রুপু রোববার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ক্লাব থেকে স্বাধীনতা কাপ ট্রফি জেতায় আমাদের ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। এই টাকা দলের সবার মধ্যে বণ্টন করে দেওয়া হবে।’
ক’দিন পরেই মাঠে ফেডারেশন কাপ টুর্নামেন্ট। এরপর প্রিমিয়ার লিগ। এ দুই আসরেও শিরোপায় চোখ আবাহনীর। এ প্রসঙ্গে রুপু বলেন, ‘আবাহনী শিরোপার জেতার লক্ষ্যেই সব সময় দল গঠন করে। এবারো এর ব্যতিক্রম হয়নি। আমাদের ফুটবলারদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে তার প্রমাণ সবাই পেয়ে গেছেন স্বাধীনতা কাপে। আমরা চলতি মৌসুমের বাকি প্রতিযোগিতাগুলোতেও চ্যাম্পিয়ন হতে চাই। সামনে আরো সাফল্য পেলে ফুটবলার ও কোচিং স্টাফকে আরো বেশি সম্মানী দেবে ক্লাব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।