Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চাকরির দাবিতে ১২০ দিন পানির ট্যাংকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

ভারতের লখনৌতে গত ১২০ দিন ধরে একটি পানির ট্যাংকের উপরে বাস করছেন চাকরিপ্রত্যাশী এক নারী। শিখা পাল নামের ওই নারীর দাবি, তাকে শিক্ষক পদে নিয়োগ দিতে হবে। সম্প্রতি রাজ্যটিতে ৬৯ হাজার জন শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হয়, যারমধ্যে ২২ হাজার পদ ফাঁকা রয়েছে। শিখার দাবি, শূন্য থাকা ওই ২২ হাজার পদগুলোর একটিতে তাকে চাকরি দেয়া হোক। এ জন্য তিনি শিক্ষা অধিদপ্তরের কাছেই একটি পানির ট্যাংকে গত ৪ মাস ধরে বাস করছেন। এটিকে এক ধরণের প্রতিবাদ মনে করেন শিখা। তিনি জানান, ডিসেম্বরের এই তীব্র শীতের রাতে তিনি পানির ট্যাংকে থাকতে বাধ্য হচ্ছেন। তার ভাষায়, আমি শুধু টয়লেট ব্যবহারের জন্য ট্যাংক থেকে নিচে নামি। ট্যাংকের নিচে অবস্থানরত আন্দোলনকারীরা আমাকে দড়ি দিয়ে একটি ব্যাগে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন। আমি পাওয়ার ব্যাংক ব্যবহার করে আমার মোবাইল ফোন চার্জ দেই। আমার মা আমার উপর নির্ভরশীল। তারপরও আমি প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। শিখা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেও তিনি রাজি আছেন। তিনি আরও বলেন, ১২০ দিন হয়ে গেছে। সরকার আমার প্রতিবাদ আমলেই নিচ্ছে না। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা বিভাগের মহা পরিচালক অনামিকা সিং বলেন, আন্দোলনকারীরা আমাদের সঙ্গে অনেকবার দেখা করেছে। আমরা তাদের বিষয়গুলোও বুঝিয়েছি। এভাবে প্রতিবাদ করা যায় না। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। আমরা আলোচনার জন্য প্রস্তুত। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ