Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১২ ঘণ্টার ব্যবধানে ২ নেতা খুন কেরালায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৫ এএম

মাত্র ১২ ঘন্টার ব্যবধানে ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুজায় দু’জন রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে। এ নিয়ে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, নিহত দু’নেতা হলেন বিজেপির নেতা রেনজিত শ্রীনিবাস এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার (এসডিপিআই) রাজ্য সম্পাদক কেএস শান। এর ফলে ওই জেলায় বড় সমাবেশে নিষেধাজ্ঞা বা ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। হত্যার কড়া নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন। শনিবার রাতের শেষের দিকে বাড়ি ফেরার পথে হত্যা করা হয় এসডিপিআই দলের সেক্রেটারি কেএস শান’কে। পুলিশ বলেছে, এ সময় তিনি একটি মোটরসাইকেলে ছিলেন। পথে গাড়িতে করে এসে একটি গ্যাং তার পথরোধ করে। তার বাইকে আঘাত করে এবং তাকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে কোচি’র একটি হাসপাতালে নেয়া হলে মধ্যরাতের দিকে তিনি মারা যান। এর ১২ ঘন্টারও কম সময়ে অজ্ঞাত একদল মানুষ জোর করে বিজেপি নেতা রেনজিত শ্রীনিবাসের বাড়ির ভিতর ঢুকে যায়। রেনজিত ছিলেন বিজেপির ওবিসি ইউনিটের সেক্রেটারি। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনা তদন্ত করছে পুলিশ। অন্যদিকে এই হত্যার জন্য একে অন্যকে দায়ী করছে বিজেপি ও এসডিপিআই। বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্র বলেছেন, ৬০ দিনের মধ্যে এই নিয়ে বিজেপির তৃতীয় নেতাকে খুন করা হলো। পিএফআইয়ের গুণ্ডারা রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন। তিনি এই হত্যাকে কেরালায় ‘গুন্ডারাজ’ বলে অভিযোগ করেছেন। বলেছেন, এই রাজ্যটি ‘খুনিদের ময়দানে’ পরিণত হয়েছে। এই টুইটটি তিনি ট্যাগ করেছেন মুখ্যমন্ত্রী বিজয়নকে। ওদিকে এই হামলা পরিকল্পনার জন্য বিজেপির আদর্শে উদ্বুদ্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কর্মীদের দায়ী করেছে এসডিপিআই। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ