মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সকাল থেকেই পশ্চিমবঙ্গ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে তৃণমূল ও বিজেপি সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। এজেন্ট বসতে না দেওয়া, পুলিশের লাঠিচার্জ, প্রার্থীদের সংঘর্ষে জড়নোর ঘটনা রয়েছে। এর মধ্যেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠল ভোটারদের প্রভাবিত করার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি মানিকতলা এলাকায় ভোটারদের প্রভাবিত করছে। রীতিমতো বিরিয়ানি খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ। একটি বেসরকারি হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করার অভিযোগ দলটির বিরুদ্ধে। আর সেখানে থেকেই পৌঁছে দেওয়া হচ্ছে ভোটারদের হাতে হাতে। এমন খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনা দেখা দিয়েছে। বিরিয়ানি বিলি করা হচ্ছে এমন অভিযোগ তুলে ওই হাসপাতালের সামনে বিক্ষোভে করেন তৃণমূলের কর্মীরা। ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীও পৌঁছান সেখানে। তার অভিযোগ, ওই হাসপাতালে বহিরাগতদের এনে রেখেছে বিজেপি। সেখান থেকে একটি বিরিয়ানির হাঁড়িও তারা বের হতে দেবেন না বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। পৌরসভার নির্বাচনে প্রায় ২৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই একের পর এক অভিযোগ উঠেছে। শহরে দুই শতাধিক জায়গায় দাঙ্গা পুলিশ বসানো হয়েছে। অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।