Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় ভোটগ্রহণের শুরুতেই নানা অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১:০৪ পিএম

রবিবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পৌরসভার ভোটগ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৭টা থেকে কেন্দ্রে ভোট দিতে আসছেন ভোটাররা। তবে ভোট গ্রহণের শুরুতেই বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছে বিরোধীদল বিজেপি।

কোথাও সিসিটিভি ক্যামেরা গোপনের অভিযোগ, আবার কোথাও তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত জমায়েতের অভিযোগ করেছে বিজেপি।
পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৫০ জন প্রার্থী। আর ভোটারের সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন। ইভিএমের মাধ্যমে ১৪৪ জন কাউন্সিলরকে জয়যুক্ত করবেন ভোটদাতারা। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০.৮৬ শতাংশ ভোট পড়েছে।

ভোটকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ২৩ হাজার ৫০০ সদস্য। এর মধ্যে ১১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী। সেই সাথে নিরাপত্তার দায়িত্বে আছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও রাজ্যের সশস্ত্র বাহিনী।

অনেকগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কলকাতার পৌরসভা ভোটের এই ফলাফল প্রকাশিত হবে আগামী ২১ ডিসেম্বর।

এদিকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে এই নির্বাচন আয়োজন রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজ্য নির্বাচন কমিশন এরই মধ্যে হাইকোর্টের নির্দেশক্রমে পুলিশ প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে প্রচারপর্ব শেষ হওয়ার পরপরই পুলিশ সদস্যরা কলকাতার বিভিন্ন প্রান্তে টহল দেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি হাইকোর্ট নাকচ করে দিলে দায়িত্ব পড়ে রাজ্য পুলিশের ওপর। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ