মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ রকেট হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন এলাকাটিতে দুটি রকেট আছড়ে পড়ে।
ইরাকি নিরাপত্তা বাহিনীর পাঠানো বিবৃতির বরাতে করা প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, বাগদাদের গ্রিন জোনে মধ্যরাতে দুটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে প্রথম রকেটটিকে সি-র্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। যদিও দ্বিতীয় রকেটটি ভেতরেই আঘাত হানে। এতে দুটি গাড়ি মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়।
দেশটির একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, গুলি করে ভূপাতিত রকেটটি গ্রিন জোনের ভেতরে মার্কিন দূতাবাসের কাছেই পড়েছে। অপর দিকে দ্বিতীয় রকেটটি যেখানে আঘাত হানে সেখান থেকে মার্কিন দূতাবাসের দূরত্ব মোটামুটি ৫০০ মিটার (১৬৪০ ফুট)।
অবশ্য আক্রমণের পরপরই প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই দুটি রকেট ভূপাতিত করা হয়েছে। এ দিকে রকেট হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন এর দায়-দায়িত্ব স্বীকার করেনি।
সাম্প্রতিক সময়গুলোতে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে বহুবার রকেট বা ড্রোনের সাহায্যে বোমা হামলার ঘটনা ঘটেছে। মূলত যুক্তরাষ্ট্র বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোই এ ধরনের আক্রমণ চালিয়ে থাকে। এসব গোষ্ঠী দেশটিতে মার্কিন বাহিনীর উপস্থিতির বিরোধী। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।