Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১০:৫৯ এএম

ভারতের অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে প্রার্থনার সময় ওই ব্যক্তি রেলিং টপকে ভেতরে প্রবেশ করে শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার স্পর্শ করার চেষ্টা করেন। এসময় তাকে আটকে ঘটনাস্থলে উপস্থিত জনতা বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে মারা যান ওই ব্যক্তি।

পরে পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, কেন ওই ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, কোথা থেকে এসেছেন, কখন মন্দিরে প্রবেশ করেন এবং তার সঙ্গে আরও কেউ ছিল কিনা এসব বিষয় জানার জন্য সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তারা।

অমৃতসর পুলিশের ডেপুটি কমিশনার প্রমিন্দর সিং বান্দল বলেন, সন্ধ্যার প্রার্থনার সময় এক ব্যক্তি বেড়া টপকে যায় আর ঘেরা জায়গায় ঢুকে পড়ে। সমবেতরা প্রার্থনা করছিল ওই সময়। ২০ থেকে ২৫ বছর বয়সী ওই ব্যক্তির মাথায় হলুদ কাপড় বাঁধা ছিল। ভেতরে থাকা মানুষ তাকে ধরে ফেলে এবং তাকে করিডোরের বাইরে নিয়ে এসে তার ওপর সহিংস হামলা হয় এবং ওই ব্যক্তি মারা যান। পিটিআইয়ের খবরে জানা গেছে, নিহত ওই ব্যক্তি উত্তরপ্রদেশের।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ওই ব্যক্তি একা ছিলেন। ওই এলাকায় প্রচুর সিসিটিভি ছিল, আমাদের টিম সতর্কভাবে সব পর্যবেক্ষণ করছে। সব কিছুই প্রকাশ হয়ে যাবে।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি



 

Show all comments
  • MD Mahabul Islam ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:৩৭ পিএম says : 0
    এখানে উল্লেখ করা হয় নাই মৃত ব্যক্তি কোন ধর্মের । সে যে ধর্মে হোক না কেনো অপরাধ প্রমানিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা যেতো । উগ্রপন্থি কোন ধর্মেই শিক্ষা দেয় না, অথচ বিজিবি নিজেই উগ্রপন্থি । এই মৃত ব্যক্তির পক্ষে বিচার চাইবো কার কাছে ?
    Total Reply(0) Reply
  • Ahmed Rakib ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:৩৮ পিএম says : 0
    উগ্র জাতি
    Total Reply(0) Reply
  • টুটুল ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:৩৯ পিএম says : 0
    এদের মধ্যে মনুষত্ব বলতে কিছু নেই
    Total Reply(0) Reply
  • মিনহাজ ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:৪০ পিএম says : 0
    সন্ত্রাসবাদ এদের বন্ধে রন্ধে প্রবেশ করেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ