মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের অমৃতসরে শিখ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্বর্ণ মন্দির ‘অপবিত্র’ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিয়মিত প্রার্থনার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে প্রার্থনার সময় ওই ব্যক্তি রেলিং টপকে ভেতরে প্রবেশ করে শিখদের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবের সামনে রাখা তলোয়ার স্পর্শ করার চেষ্টা করেন। এসময় তাকে আটকে ঘটনাস্থলে উপস্থিত জনতা বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে মারা যান ওই ব্যক্তি।
পরে পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানায়, কেন ওই ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, কোথা থেকে এসেছেন, কখন মন্দিরে প্রবেশ করেন এবং তার সঙ্গে আরও কেউ ছিল কিনা এসব বিষয় জানার জন্য সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তারা।
অমৃতসর পুলিশের ডেপুটি কমিশনার প্রমিন্দর সিং বান্দল বলেন, সন্ধ্যার প্রার্থনার সময় এক ব্যক্তি বেড়া টপকে যায় আর ঘেরা জায়গায় ঢুকে পড়ে। সমবেতরা প্রার্থনা করছিল ওই সময়। ২০ থেকে ২৫ বছর বয়সী ওই ব্যক্তির মাথায় হলুদ কাপড় বাঁধা ছিল। ভেতরে থাকা মানুষ তাকে ধরে ফেলে এবং তাকে করিডোরের বাইরে নিয়ে এসে তার ওপর সহিংস হামলা হয় এবং ওই ব্যক্তি মারা যান। পিটিআইয়ের খবরে জানা গেছে, নিহত ওই ব্যক্তি উত্তরপ্রদেশের।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ওই ব্যক্তি একা ছিলেন। ওই এলাকায় প্রচুর সিসিটিভি ছিল, আমাদের টিম সতর্কভাবে সব পর্যবেক্ষণ করছে। সব কিছুই প্রকাশ হয়ে যাবে।
সূত্র: আনন্দবাজার, এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।