Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ৯:৪৩ এএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকের ধাক্কায় এস এম খোরশেদুল আলম জনি (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী মো. জয়নাল আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে দশটায় উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ। নিহত জনি আনোয়ারা উপজেলার বটতলি এলাকার মো. আবু হেনার ছেলে।

পুলিশ জানায়, রাতে জনি ও জয়নাল চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল যোগে আনোয়ারায় নিজ বাড়িতে ফেরার পথে শিকলবাহা ক্রসিং এলাকায় পৌঁছালে বাঁশখালীগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জনি ও জয়নাল রাস্তায় ছিটকে পড়ে। এসময় জনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ