মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। মাত্র সপ্তাহ তিনেক আগেই মিশিগানের একটি হাইস্কুলে বন্দুকের গুলিতে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেশটির স্কুলগুলোতে আবারও বন্দুকহামলা হতে পারে- সম্প্রতি এমনই একটি খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া সাইট টিকটকে। এর জেরে শুক্রবার ক্লাস বাতিল করে দেয় অনেক স্কুল। বাড়ানো হয় নিরাপত্তা। ঘটনা জানতে নড়েচড়ে বসে এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটির মতো সংস্থাগুলো। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য হামলার খবরটি গুজব ছিল। এমন কোনো হুমকি আপাতত নেই। এ ব্যাপারে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন প্যাসকি এক টুইটে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্কুলে সহিংসতার হুমকির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ এবং কেন্দ্রীয় আইনশৃংখলা বাহিনী। আমরা জানি, সারা দেশে অনেক স্কুল আজ বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু অভিভাবক সন্তানদের বাড়িতে রাখছেন। এফবিআই জানিয়েছে, তারা সম্ভাব্য হুমকিগুলো খতিয়ে দেখছে। আর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর স্কুলগুলোতে হামলা হতে পারে এমন খবর ছড়ানোর বিষয়ে তারা অবগত। তবে এখন পর্যন্ত সতর্কতা জারির মতো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো তথ্য তাদের কাছে নেই। টিকটকও জানিয়েছে, বেশ কিছু ভিডিওতে স্কুলে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনার খবরের বিষয়ে তারা আইনশৃংখলা বাহিনীর সঙ্গে কাজ করছে। তবে এখন পর্যন্ত তেমন ‘কিছুই পাওয়া যায়নি’। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন, নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। এতে করে একই পরিবারের সাতজন নিহতের ঘটনা ঘটল এবারের ঘূর্ণিঝড়ে। নিহত নিসা ব্রাউন হলেন সেই পরিবারের সপ্তম সদস্য। জানা গেছে, গত শুক্রবার হপকিন্স কাউন্টিতে কেবল একজন নিখোঁজ ছিলেন। বেশেয়ার বলেছেন, এটা অবিশ্বাস্য ঘটনা। খুবই খারাপ লাগার কথাও জানিয়েছিলেন তিনি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন এক হাজার তিন শতাধিক কর্মী। কেবল কেন্টাকিতেই তারা ৩২২ কিলোমিটার রাস্তায় পড়ে থাকা গাছ কেটে সরিয়েছেন। অন্তত ৪০ স্থানে ঘূর্ণিঝড়ে ৯০ জনের বেশি মানুষ মারা গেছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, কেবল কেন্টাকিতেই ৪০ জন মারা গেছেন। এবিসি নেট, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।