Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেড়িকুকুরকে খাওয়ানোয় জরিমানা ৮ লাখ রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

ভারতের নাভি মুম্বাই এলাকার একটি আবাসিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে এক নারী অভিযোগ করেছেন, ভবনের প্রাঙ্গণে নেড়িকুকুরকে খাবার দেওয়ায় তাকে ৮ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এনআরআই নামের কমপ্লেক্সটিতে ৪০টির বেশি ভবন রয়েছে। সংবাদমাধ্যমকে অভিযোগকারী নারী আনশু সিং জানান, যে ক’দিন কমপ্লেক্সের ভেতরে নেড়িকুকুরকে খাবার দেওয়ার প্রমাণ পাওয়া গেছে, সেই প্রতিটি দিনের জন্য ৫ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত আমার মোট জরিমানা দাঁড়িয়েছে ৮ লাখ রুপি। তিনি আরও জানান, ২০২১ সালের জুলাই মাস থেকে সোসাইটি এই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। আরেক বাসিন্দাকে ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে। লীলা বার্মা নামের আরেক বাসিন্দা জানান, সোসাইটির প্রহরী নজর রাখেন কোন সদস্যরা কুকুরকে খাবার দেন এবং তাদের নাম লিখে রাখা হয়। পরে তা ম্যানেজিং কমিটিকে জানানো হয়। তারা জরিমানার হিসাব করেন। তবে হাউজিং সোসাইটির সেক্রেটারি বিনিতা শ্রীনন্দন জানান, শিশুরা পড়া বাদ দিয়ে নেড়িকুকুরের পেছনে ছোটে এবং বয়স্করা আতঙ্কে মুক্তভাবে চলাচল করতে পারেন না। এছাড়া কুকুরগুলো পার্কিং এলাকা ও অন্যান্য স্থানে ময়লা নিয়ে আসে বলে পরিচ্ছন্নতার বিষয় রয়েছে। আর রাতে কুকুরগুলোর ডাকের কারণে বাসিন্দারা ঠিকমতো ঘুমাতে পারেন না। তিনি পাল্টা অভিযোগ করেন, সোসাইটির পক্ষ থেকে কুকুর নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এরপরও কিছু সদস্য খোলা জায়গায় কুকুরগুলোকে খাবার দেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ