Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে রাস্তার মাটি রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৪:৫৯ পিএম

মীরসরাইয়ে রাস্তার জমির মাটি রাখা নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে আবুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের মধ্যম করুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শেখ আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেন মীরসরাই থানা পুলিশ। নিহত আবুল কাশেম করুয়া গ্রামের মৃত ঘোড়া মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার মাটি রাখা নিয়ে আবুল কাশেম ও শেখ আহমেদ মধ্যে জগড়া হয়। জগড়া চলাকালেন উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই জেরে সকালে আবুল কাশেমকে শেখ আহমেদ ও তার ছেলে মোঃ ফরান হাত দিয়ে বুকে আঘাত করলে উপস্থিত তার মৃত্যু হয়।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় এখনো কেও অভিযোগ দায়ের করেন নাই। আমরা একজনকে আটক করেছে। নিহতের লাশ ময়ানাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ