Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুবেল-সুস্মিতা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ৯:২০ পিএম

ম্যাক্স গ্রুপ এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতার পুরুষ বিভাগে মো. রুবেল হোসেন এবং নারী বিভাগে সুস্মিতা সেন চ্যাম্পিয়ন হয়েছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) আয়োজনে শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কোর্টে পুরুষ এককের ফাইনালে এলিট টেনিস একাডেমী’র রুবেল ৬-১, ৭-৬ (২) গেমে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের জুয়েলকে হারিয়ে শিরোপা জেতেন। নারী এককে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ৬-০, ৬-৪ গেমে প্রতিপক্ষ এলিট টেনিস একাডেমী’র মাশফিয়া আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেনিস

১৮ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ