গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। তাদের মধ্যে বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা এলাকায় কার্গো ট্রাকের ধাক্কায় আবুল হোসেন হাওলাদার নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মধ্য বাড্ডার হোসেন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আবুল হোসেন হাওলাদার টঙ্গীর দত্তপাড়া গুদারাঘাট এলাকার মোসলেম হাওলাদারের সন্তান। তার স্ত্রীর নাম পারুল বেগম। তাদের সংসারে চার মেয়ে রয়েছে। অন্যদিকে চার ভাইয়ের মধ্যে আবুল হাসান ছিলেন তৃতীয়।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিলে অতিরিক্ত মদপানে মহন শেখ নামের এক যুবকের মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানার পাইকর হাটি গ্রামে। বর্তমানে মতিঝিল এলাকাতেই থাকতেন মহন শেখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।