Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোংলায় কার্গো ডুবির ৩২ দিন পর আরও এক লাশ উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ৪:০৪ পিএম

মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজের নিখোঁজ ২ নাবিকের মধ্যে একজন লস্কর জিহাদ (২১) এর লাশ এক মাস ২ দিন পর উদ্ধার করেছে ডুবুরি দল। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় কার্গোটি উদ্ধার কজে সংশ্লিষ্ট ডুবুরি দল এ লাশটি জাহাজের মধ্যে থেকে উদ্ধার করে। এ নিয়ে মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে নাবিক লস্কর হামিদ। এ তথ্য নিশ্চিত করেছে মোংলা থানার উপ-পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ মুখার্জী।

উদ্ধার হওয়া নাবিক জিহাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটা বাড়িয়া গ্রামের মঞ্জু মার্কেট এলাকার আলম হাওলাদারের ছেলে। জিহাদের লাশ উদ্ধারের খবর পেয়ে তার পরিবারের সদস্যরা শুক্রবার বিকালে মোংলায় পৌছে।
গত ১৫ নভেম্বর সোমবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরের একটি বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে ছেড়ে আসার সময় অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায় কয়লা বোঝাই কার্গো জাহাজ এমভি ফারদিন-১। এসময় ওই কার্গোতে থাকা ৭ নাবিকের মধ্যে রিয়াজ ও রায়হান নামের দুইজন সাতরে নদীর পাড়ে উঠতে পারলেও গ্রিজার ও সুকানীসহ ৫ জন নিখোঁজ হয়।

মোংলা থানার পুলিশ জানায়, জাহাজ ডুবির সময় ৭ নাবিকের মধ্যে দুই জন সাতরিয়ে কিনারে উঠতে পারলেও গ্রিজার ও সুকানীসহ ৫জন নাবিক নিখোজ হয়। খবর পেয়ে পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের পুথক দল দুর্ঘনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে। ৪ দির পর সোমবার সারা রাত ও মঙ্গলবার দিনভর উদ্ধার অভিযান চালায় নৌ-পুলিশ ও মোংলা কোষ্টগার্ড সদস্যরা। পরের দিন বিকালে কার্গোটি ডুবে যাওয়া স্থান থেকে হারবাড়িয়া এলাকার কিছুটা দক্ষিণে দুই জনের লাশ ভেসে উঠলে তখনই কোস্টগার্ডের ডুবুরি দল লস্কর মইন উদ্দিন ও গ্রীজার নুর ইসলামের লাশ উদ্ধার করে। গত ২১ নভেম্বর দুপুরে রবিউল নামের এক লস্করের লাশ উদ্ধার করা হয়। সে সময় থেকেই দুই জনের লাশের সন্ধানের আশা ছেড়ে দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে পুলিশ ও কোষ্টগার্ড সদস্যরা। ঘটনার দুই সপ্তাহ পর ডুবন্ত কার্গোটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দলের সাথে চুক্তি সম্পন্ন হওয়ায় উদ্ধার কাজ শুরু করে কার্গো মালিক পক্ষ। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার গভির রাতে ওই ডুবন্ত জাহাজের ভিতরে আটকে থাকা জিহাদের লাশ উদ্ধার করা হয়। ডুবন্ত কার্গোটি সম্পুর্ন ভাবে উদ্ধার করতে পারলে নিখোঁজ নাবিক হামিদের লাশও উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন ডুবুরি দলের প্রধার আব্দুস সাত্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ