Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠালো সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ৩:৩৯ পিএম

আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে ৬টি বিমানে ত্রাণ পাঠিয়েছে সউদী আরব। গত আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটি সউদীর প্রথম ত্রাণ সহায়তা দেয়ার ঘটনা। শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

সউদী প্রেস এজেন্সি জানায়, সউদী আরবের কিং সালমান হিউম্যানিটারিয়াল এইড এন্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) পক্ষ থেকে ৬৫ টনের বেশি ত্রাণ সহায়তা পাঠানো হয়, যার মধ্যে ১ হাজার ৬৪৭ ঝুড়ি খাবারও রয়েছে।

কিং সালমান হিউম্যানেটিরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের সুপারভাইজর আবদুল্লাহ আল-রাবিয়াহ জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে ৬টি বিমানে করে ১৯৭ টনের বেশি সহায়তা আফগানিস্তানে পাঠানো হচ্ছে। পাকিস্তান থেকে ২০০টি ট্রাকে স্থলপথে এসব সহায়তা সেখানে নিয়ে যাওয়া হবে।
গত মঙ্গলবার সউদী আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। সে সময় তারা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে একমত হন।

জাতিসংঘের হিসেব অনুযায়ী আফগানিস্তানের মোট জনসংখ্যা ৩ কোটি ৮০ লাখ। এদের অর্ধেকের বেশি বর্তমানে তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে। এছাড়া শীতের কারণে দেশটির কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি অনেক মানুষ অভিবাসনপ্রত্যাশী হয়ে অন্য দেশে চলে যেতে পারে।
এর আগে ১৯৯৬ সালে যখন তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় আসে, তখন যে তিনটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে রয়েছে সউদী আরবও।
এছাড়া তখন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান তাদের স্বীকৃতি দেয়। চলতি বছর তালেবানরা ক্ষমতায় যাওয়ার পর এখন পর্যন্ত কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • jack ali ১৭ ডিসেম্বর, ২০২১, ৪:১৫ পিএম says : 0
    May Allah guide muslim towards proper Islam and unite under one banner of Islam and help each other.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ