Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপানে বহুতল ভবনে আগুন, ২৭ জনের মৃত্যুর শঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১০:৫০ এএম

জাপানের ওসাকায় একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। টিভি ফুটেজে দেখা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে এলেও আটতলা ভবনটির বাইরে ও ভেতরে কাজ করে যাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা।

ভবনটির চতুর্থ তলার একটি জানালা দিয়ে অপ্রশস্ত অফিস ভবনটির ভেতরের অবস্থা দেখা যাচ্ছে। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো।

ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী একজন নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা গন্ধও ছড়িয়ে পড়িয়েছিল। আগুনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি এএফপির প্রতিবেদনে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ